|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের তারকা অভিনেত্রী কিয়ারনান শিপকার সিনেমায় অভিষেক হয়েছিল ২০০৭ সালে, ‘ডাইমেনশন’র মাধ্যমে। বয়স তখন মাত্র আট বছর। পরিণত অভিনেত্রী হিসাবে তার প্রথম সিনেমা ছিল ‘দ্য সাইলেন্স’। মুক্তি পায় ২০১৯ সালে। তার পরিণত বয়সের পাঁচ নম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে ৬ নভেম্বর। নানাচকা খান পরিচালিত কমেডি হরর ‘টোটালি কিলার’ সিনেমাটি কিয়ারনানের ক্যারিয়ারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ, এ সিনেমার ‘জেমি’ নামের চরিত্রটিতে রয়েছে অনেক চড়াই-উতরাই।
