ক্যানসারে আক্রান্ত প্রখ্যাত যাত্রাশিল্পী মিলন কান্তি দে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ক্যানসারে আক্রান্ত হয়েছেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট যাত্রানট, গবেষক ও লেখক মিলন কান্তি দে (৭৬)। তার পাকস্থলিতে ক্যানসার ধরা পড়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. ইসলাম ইউ. চৌধুরীর তত্ত্বাবধানে আছেন। খবরটি নিশ্চিত করেছেন তার মেজো ছেলে পলাশ কান্তি দে। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে ১৯৬৬ সাল থেকে যাত্রাজগতের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। বহু ত্যাগ-তিতিক্ষা ও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে এ শিল্পকে তিনি আলোকিত করেছেন। এখনো কাজ করছেন যাত্রাশিল্প নিয়ে। নিজের দলের হয়ে নতুন নুতন যাত্রা মঞ্চস্থ করেন। রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
