Logo
Logo
×

আনন্দ নগর

শিগগির বিয়ে করবেন রবার্ট পেটিনসন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘টোয়ালাইট’ সিনেমা দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন হলিউড অভিনেতা রবার্ট পেটিনসন। সিনেমাটির একাধিক কিস্তিতে তাকে দেখা গেছে। এরপর আরও কিছু হিট সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। ব্যক্তি জীবনে মডেল-গায়িকা সুকি ওয়াটারহাউজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেতা। শিগ্গির প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। চার বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকা এ তারকা জুটি নিজেদের ব্যক্তিজীবন বরাবরই গোপন রাখতে পছন্দ করেন। কিন্তু নভেম্বরে মেক্সিকোতে করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে মঞ্চে নিজের বেবি বাম্প নিয়েই হাজির হন সুকি। তারপর থেকেই যেন তোলপাড় ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি নাকি বিয়ের কথা ভাবছেন এ জুটি-মার্কিন বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে। যদিও এ বিষয়ে প্যাটিনসন এবং সুকির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংবাদমাধ্যমের মতে, সামনের বড়দিনের ছুটিতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজ করবেন রবার্ট পেটিনসন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম