দিল চাহতা হ্যায়’র সিক্যুয়ালের কথা ভাবছেন ফারহান!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিছু বন্ধু এবং তাদের জীবনের কথা উঠে এসেছিল ২০০১ সালে ফারহান আকতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায়। এতে অভিনয় করেছিলেন আমির খান, সইফ আলী খান, অক্ষয় খান্না, প্রীতি জিনতা, সোনালি কুলকার্নি ও ডিম্পল কাপাডিয়া। ব্যবসায়িক দিক থেকে সফলতাও পেয়েছিল সিনেমাটি। ২৩ বছর আবারও এ সিনেমার সিক্যুয়াল নির্মাণের ইঙ্গিত দিলেন নির্মাতা ফারহান। সম্প্রতি সিনেমাটি যেখানে শুটিং করেছিলেন, অর্থাৎ পুরোনো লোকেশনে গিয়ে স্মৃতিচারণ করেছেন এ নির্মাতা। এ সিনেমার শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান কখনোই গোয়ার সেই জায়গায় যাননি। দুই দশকেরও বেশি সময় পর পুরোনো সেই জায়গায় গিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন তিনি। চাপোরা ফোর্ট থেকে তোলা কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘২৩ বছর পর আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার শুট করি। অনেক কিছু বদলে গেছে এর মধ্যে, কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়। ইস, আবার যদি ফিরে আসতে পারতাম!’ আর তাতেই গুঞ্জন ওঠে, তবে কী ‘দিল চাহতা হ্যায়’র সিক্যুয়ালের কথা ভাবছেন ফারহান! যদিও তিনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।
