Logo
Logo
×

আনন্দ নগর

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সার্কেল

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ চৈত্রসংক্রান্তি উৎসব। টাঙ্গাইলের ভাদ গ্রামের জনপদের মানুষের সংক্রান্তি উৎসবে চড়ক পূজা, কৃত্য, উপাচারের বিভিন্ন দৃশ্যায়ন টানা ৫ বছর বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দি করে ‘সার্কেল বা আবর্তন’ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শান্তনু হালদার। নর ও নারী সত্তার ভাব দর্শন, দেহতত্ত্ব, সর্বপ্রাণবাদ ও কাল সম্পর্কিত দর্শন এ চলচ্চিত্রের মূল উপজীব্য। প্রামাণ্য চলচ্চিত্রটি ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে ১৯ জানুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘দশাগ্রস্ত কৃত্যমূলক পরিবেশনার মাধ্যমে উৎসব সংশ্লিষ্ট মানুষ সব নিত্যকার জীবন ভুলে অনিত্যের দিকে যাত্রা করে। এই যাত্রার মধ্য দিয়ে নিত্যকার জীবনে বাঁচার নয়া রশদ খুঁজে পায় ওই উৎসবের মানুষ সব। প্রবাহমান আগ্রাসী বৈশ্বয়িক সংস্কৃতির বাজারে আমরা যে ভাবে সাঁতার কাটছি তার বিপরীতে উল্টো স্রোতে সাঁতার কাটায় এ প্রামাণ্য চলচ্চিত্রটি।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম