|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ওম শান্তি ওম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। চলচ্চিত্রে অভিনয়ে যেমন সমৃদ্ধ দীপিকা, ঠিক তেমনই তার রয়েছে বিলাসবহুল গাড়িপ্রীতি। বর্তমানে রয়েছে মার্সিডিজ ম্যাবেকের একাধিক মডেল। তবে ২০১১ সালে দীপিকা পাড়ুকোনের হাতেখড়ি হয়েছিল অডি কি ৭ দিয়ে। সম্প্রতি এ অভিনেত্রীকে দেখা গেছে বিলাসী মার্সিডিজ মেবাক জিএলএস ৬০০-মডেলে। উল্লেখ্য, এটি দ্বিতীয় জিএলএস ৬০০-মডেল দীপিকার পরিবারে।
