Logo
Logo
×

অটোটেক

বাইক রিভিউয়ারদের পুরস্কৃত

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনলাইন বাইক পোর্টাল, বাইকস গাইড বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘বাইক রিভিউ কম্পিটিশন’-এর শীর্ষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে। বাইকপ্রেমীদের বিভিন্ন ব্র্যান্ড, মডেলের বাইক সম্পর্কে জানতে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাইকস গাইড একটি অনলাইন মোটরসাইকেল রিভিউ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাইকের প্রতি আগ্রহী যে কেউ বিভিন্ন বাইকের মডেল, তাদের স্পেসিফিকেশন এবং বাইক-সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে ও পরামর্শ নিতে পারেন। বাইকস গাইড বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসব্যাপী ‘বাইক রিভিউ কম্পিটিশন’ আয়োজন করে। মোট ২৯ জন অংশগ্রহণকারী বিভিন্ন বাইকের মডেলের ভিডিও রিভিউ জমা দিয়েছেন। এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে একজন করে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী মো. নাঈম শেখ, দ্বিতীয় এসএম রেজাওন এবং তৃতীয় জয়ন্ত সাহা। বাকি বিজয়ীরা হলেন মো. তৌহিদুল ইসলাম শিশির; এসএম জোবায়ের; হাসান আল মোমেন ওনাগ ও নাহিদুল রনি। বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, ‘বাইকস গাইডের প্রথম বাইক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বাইকপ্রেমীদের বিভিন্ন বাইক সম্পর্কে বিস্তীর্ণ জ্ঞান তুলে ধরার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম