ঢাকা মোটর শোতে মেটাল মোটরস

 অটোটেক ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৬ মার্চ শুরু হয় ১৬তম ঢাকা মোটর শো-২০২৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েদ উল ইসলাম এ মোটর শোয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি মেটাল মোটরস লিমিটেডের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। তিনি মেটাল-ফোরল্যান্ড কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফোরল্যান্ড ব্র্যান্ডের পিকআপ-ট্রাক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে চীনের বিখ্যাত চাংশা-ফোটন ভেহিক্যাল টেকনোলজি কোম্পানি লিমিটেডের (ফোরল্যান্ড) ট্রাকস ও পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড চারটি মডেল প্রদর্শিত করে, যা দর্শকের মাঝে আগ্রহ তৈরি করে। তিন দিনব্যাপী চলা মেলা ১৮ মার্চ শেষ হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন