Logo
Logo
×

অটোটেক

চালকদের সাহায্য করবে চ্যাটজিপিটি

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জটিল কোডের সমস্যা থেকে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টসহ রেসিপি সব ক্ষেত্রেই যেন চ্যাটজিপিটির মুনশিয়ানা। এবার গাড়ি চালকদের কাজও সহজ করে দেবে চ্যাটজিপিটি। গত নভেম্বরে তৈরি হওয়ার পর পুরো বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।

আর এটিকে কাজে লাগিয়ে ড্রাইভারদের কাজ সহজ করতে চায় জেনারেল মোটরস। মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে চ্যাটজিপিটি প্রযুক্তি গাড়িতে বসানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। জেনারেল মোটরস জানিয়েছে, গাড়িতে অনেক বৈশিষ্ট্য থাকে যার সবটুকু একজন ড্রাইভারের পক্ষে সব মনে রাখা সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে কাজে আসতে পারে চ্যাটজিপিটি। এখন অনেক গাড়িতেই ভয়েস কমান্ড সুবিধা পাওয়া যায়। তবে চ্যাটজিপিটির ব্যবহারে শুধু ভয়েস কমান্ডে সীমাবদ্ধ থাকবে না প্রযুক্তিটি। গাড়ির সুরক্ষা, নেভিগেশন, জ্বালানি দক্ষতা, মেইনটেনেন্সসহ একাধিক বিষয়ে সাহায্য করবে চ্যাটজিপিটি।

অটোমোবাইল খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০২১ সালে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে জেনারেল মোটরস। বিশ্বজুড়ে এ সংস্থার অধীনে শেভ্রলেট, ক্যাডিলাকসহ ৪টি ব্র্যান্ড রয়েছে। ভবিষ্যতে এ ব্র্যান্ডগুলোর গাড়িতে চ্যাটজিপিটির ব্যবহার দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম