|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা আর বিতর্ক একে অপরের সঙ্গী। ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়া এ অভিনেত্রী সিনেমার পাশাপাশি আরও একাধিক বিষয়ে নিজেকে ব্যস্ত রাখেন। কখনো রিয়েলিটি শো তো কখনো আবার পরিচালনা। তার লাইফস্টাইল বড় অভিনেতাদেরও হার মানায়। শুধু লাইফস্টাইল না অভিনেতাদের মতো কোটি টাকার গাড়ি চড়তেও পছন্দ করেন কঙ্গনা। কঙ্গনার গ্যারেজে শোভা পাচ্ছে- কয়েক কোটির অডি-বিএমডাব্লিউর মতো বিলাসবহুল গাড়ি।
বিএমডাব্লিউ ৭ সিরিজ : সাদা রঙের ঝাঁ চকচকে বিএমডাব্লিউ ৭ সিরিজ ৭৩০ ডি মডেলের গাড়ি রয়েছে কঙ্গনার। এ বিলাসবহুল গাড়ি তিনি কেনেননি বরং উপহার দেওয়া হয়েছে। জানলে অবাক হবেন, ভারতে বিক্রি হওয়া বিএমডাব্লিউ-এর গাড়িগুলোর প্রিমিয়াম এডিশন এ মডেল। গাড়িটির দাম ভারতে সোয়া কোটি রুপি।
অডি কিউ ৩ : জার্মানির আরও এক নামি অটোমোবাইল সংস্থা অডি এ দেশে একাধিক গাড়ি কেনাবেচা করে। যার মধ্যে একটি অডি কিউ ৩। কঙ্গনাকে বিভিন্ন সময় এ গাড়ি চড়তে দেখা গিয়েছে। গাড়ির দাম ভারতে অর্ধকোটি রুপি।
মার্সিডিজ বেঞ্জ জিএলই ৩৫০ডি : মার্সিডিজ-বেঞ্জের তৈরি অসাধারণ এসইউভি জিএলই ৩৫০ডি। এ বিলাসবহুল গাড়ি রয়েছে কঙ্গনার। ‘জাজমেন্টাল হে ক্যা’ ছবির সাফল্যের পর এ গাড়ি নিজেকে উপহার দেন তিনি।
