যেসব ভুলে বিস্ফোরিত হতে পারে গাড়ি
অটোটেক ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সঠিক যত্ন না নিলে গাড়ির স্থায়িত্ব যেমন কমে যায়, তেমনি মেরামতের জন্য খুব ঘন ঘন টাকা খরচ করতে হয়। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। নজর দিতে হবে সেসব দিকে যেসব ভুলে গাড়ি বিস্ফোরিত হতে পারে।
ইঞ্জিনের তাপমাত্রা : ইঞ্জিনের তাপমাত্রা সম্পর্কে সতর্ক হতে হবে। গাড়ির ইঞ্জিন বেশি গরম হলে আগুন লাগার আশঙ্কা থাকে। তাই গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। যেমন-ইঞ্জিনের কাছে একটি ফ্যান বসান, যা ইঞ্জিনকে ঠান্ডা রাখবে। এ ছাড়াও ইঞ্জিন ঠান্ডা রাখতে কুল্যান্ট ব্যবহার করা যেতে পারে।
ব্রেক : গাড়ির ব্রেক সিস্টেমগুলো যাচাই এবং যত্ন নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। এতে বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেন। তাই গাড়ি চালানোর আগে ব্রেক সিস্টেম ভালোভাবে চেক করুন। ব্রেক প্যাডে যদি কোনো রকম আওয়াজ হয়, তাহলে সেটি পরিবর্তন করুন।
সিএনজি লিকেজ : সিএনজি গাড়ি ব্যবহার করে থাকলে লিকেজের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। সিএনজি গাড়িতে লিকেজের ঝুঁকি থাকে। যদি কখনো মনে হয় সিএনজি লিকেজ হচ্ছে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ঠিক করে নিন। এ ছাড়া গাড়িতে সিএনজির গন্ধ পাচ্ছেন কিনা সেদিকে দিকে লক্ষ্য রাখুন। গাড়িতে ধূমপান করার অভ্যাস থাকলে সেটি এখনই ত্যাগ করুন। যদি গাড়িতে ধূমপান করেন এবং হঠাৎ সিএনজি লিকেজ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে, যা বেশ ভয়াবহ হতে পারে।
