Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

গাড়ি সংগ্রহেও ‘থালাইভা’ রজনীকান্ত

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাসের কন্ডাক্টর থেকে ক্যারিয়ারের শুরু। তারপর সিনেমা জগতে প্রবেশ। তিন দশকেরও বেশি সময় ধরে ভক্তদের মজিয়ে রেখেছেন থালাইভাখ্যাত রজনীকান্ত। সুপারস্টার রজনীকান্তের পরিচিতি বিশ্বজুড়ে হলেও খুবই সাধারণ এবং নম্র থাকেন ভক্তদের সঙ্গে। কিন্তু গাড়ি কালেকশনের প্রসঙ্গ উঠলে থালাইভার ক্যারিশমা দেখার মতো। আইকনিক হিন্দুস্তান অ্যাম্বাসাডার থেকে বিলাসবহুল রোলস রয়েস তার কালেকশনে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি। থালাইভার গ্যারেজে রয়েছে, একটি সাদা রঙের প্রিমিয়ার পাদমিনি। ১৯৭০-৮০ এর দশকে কোনো মার্সিডিজ বা বিএমডাব্লিউ নয় এ গাড়িই ছিল তখন ভারতীয়দের কাছে সবচেয়ে দামি এবং ঝাঁ চকচকে গাড়ি। এছাড়া সুপারস্টার রজনীকান্তের কাছে রোলস রয়েসের দুটি গাড়ি। রোলস রয়েস প্যান্থম এবং রোলস রয়েস ঘোস্ট । প্রথমটির দাম প্রায় ১৩ কোটি এবং দ্বিতীয়টি ৭ থেকে ৮ কোটি টাকা। এছাড়া রজনীকান্তের কাছে রয়েছে বিলাসবহুল বেন্টলি লিমুজিন গাড়ির কাস্টমাইজড ভার্সন যার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। ২১ ফুট লম্বা গাড়িটি ৪ আসনের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম