Logo
Logo
×

অটোটেক

টিপস

যেভাবে হতে পারেন সফল অটো ব্যবসায়ী

Icon

ওয়ালিউর রাব্বি সান

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উদ্যোক্তা হওয়ার ঝক্কি হচ্ছে চাপ সামলানো। তাই অটোমোটিভ ব্যবসায়ী হতে হলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রেখে চাপমুক্ত থাকতে হবে। কারণ পূর্বপ্রস্তুতিই যে কোনো উদ্যোগ সাফল্যের চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাভিত্তিক ওয়েবসাইট ট্রেড কানেকশন অবলম্বনে টিপসগুলো তৈরি করেছেন-ওয়ালিউর রাব্বি সান

* প্রথম ধাপে আপনাকে ঠিক করতে হবে পরিষ্কার দৃষ্টিভঙ্গি। মানে, আপনি কী ধরনের অটোশপ খুলতে চান। তা ভেবে একটা যুৎসই স্থান নির্বাচন করুন- যেখানে পৌঁছতে ক্লায়েন্টদের কোনো সমস্যা হবে না। গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রেখেই ব্যবসাপ্রতিষ্ঠানের ভবন নির্বাচন করুন। পাশাপাশি দেখুন আপনার ব্যবসাসংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার আশপাশে আছে কিনা।

* অটোশপের জন্য মেরামত বিশেষজ্ঞ হচ্ছেন অপরিহার্য কর্মী। বিশেষভাবে প্রয়োজন ট্রান্সমিশন মেকানিক। তার পাশাপাশি রাখতে হবে গাড়ি মেরামতের আধুনিক বিভিন্ন সরঞ্জাম। গাড়ির বডিশপ, টায়ার কেনাবেচা কিংবা মেরামতের দোকান, অন্যান্য যন্ত্রাংশ যেমন অটো গ্লাস, ব্রেক থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ মৌলিক উপাদানের দোকান আপনার আশপাশে আছে কিনা। না থাকলে আপনাকেই এগুলোর চাহিদা মেটানোর ব্যবস্থা করতে হবে। তাহলে নির্বিঘ্নে ব্যবসা চালাতে পারবেন।

* আপনাকে ব্যবসায় সাফল্যের রোডম্যাপ তৈরি করতে হবে। প্রয়োজনে পরামর্শক নিয়োগ করুন। গাড়ি ব্যবসায় গ্যারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকের কাছ থেকে টাকা নিতে হলে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। আপনার প্রতিষ্ঠান ভিজিট করতে গ্রাহক কোনো বিড়ম্বনায় পড়বেন না- তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আপনি নিখুঁত থাকলে প্রচার-প্রচারণা আপনার ব্যবসাকে চাঙ্গা করবে সন্দেহ নেই।

* ভালো ব্যবসার অন্যতম শর্ত হচ্ছে নিরাপদ অর্থায়ন। যুগোপযোগী চলনসই গ্রাহকের চাহিদা সম্পন্ন আধুনিক এবং সেই সঙ্গে সাশ্রয়ী গাড়িতে অর্থায়ন আপনার জন্য নিরাপদ। ঋণভিত্তিক অর্থায়ন হলে অবশ্যই ঝুঁকিমুক্ত থেকে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ঋণমুক্ত অর্থায়ন হলেও গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে আপনাকে ব্যবসা চালাতে হবে।

* সঠিক কর্মচারী নিয়োগ আরেকটি বড় বিষয়। ওয়ানম্যান শো ব্যবসা অন্তত অটো সেক্টরে করা অসম্ভব। সেক্ষেত্রে অবশ্যই কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আপনাকে সাবধানী হতে হবে। সততা, দক্ষতা ও অভিজ্ঞতা-তিনটি বিষয়ই কর্মচারী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অটোশপের সাফল্য নির্ভর করে গুডউইলের ওপর-যেখানে মালিক-কর্মচারী উভয়েই লাভবান হন। আর মনে রাখতে হবে, একজন বিশ্বস্ত কর্মচারীই আপনার ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।

* অটো ব্যবসার প্রসারের জন্য অবশ্যই গ্রাহক আকর্ষণ গুরুত্বপূর্ণ। বিপণনের জন্য আপনাকে বিজ্ঞাপনের দিকে ঝুঁকতে হবে। প্রচারেই প্রসার-অনেকটা প্রবাদতুল্য এ কথার বিকল্প নেই। তাই, অনলাইনে ও প্রিন্ট ভার্সনের গণমাধ্যমে আপনার পণ্যের গুরুত্ব পৌঁছে দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম