আজ বরগুনা ও কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস
বরগুনা ও কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ ৩ ডিসেম্বর বরগুনা ও কোটালীপাড়া হানাদার মুক্ত দিবস। বরগুনা মুক্ত করার জন্য সাব-সেক্টর নির্দেশক্রমে ২ ডিসেম্বর বরগুনার বেতাগী থানার বদনীখালী বাজারে আসে মুক্তিযোদ্ধারা। সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মুক্তিযোদ্ধা ছত্তার খানের নেতৃত্বে ২১ জন মুক্তিযোদ্ধা নৌকাযোগে বরগুনা খাকদোন নদীর পোটকাখালী এসে পৌঁছে। এ সময় চারজন মুক্তিযোদ্ধাসহ ছত্তার খান কারাগারে অবস্থানরত পাকিস্তান সমর্থিত পুলিশ, রাজাকারদের আত্মসমর্পণ করিয়ে এসডিও’র অফিসের সামনে নিয়ে আসে এবং জাতীয় পতাকা উত্তোলন করে।
৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিশু সংগঠন খেলাঘর, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। একইভাবে ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে কোটালীপাড়ার কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া হানাদার মুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষে হেমায়েত বাহিনী সকাল ১০টায় উপজেলার টুপরিয়া গ্রামে অবস্থিত হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
