চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের তিন প্রার্থী নিয়ে কৌতূহল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’ নামের একটি সংগঠনের তিন প্রার্থী নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। নির্বাচন কমিশনের নিবন্ধনবিহীন ও স্বল্প পরিচিত সংগঠনটি এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নিবন্ধন না থাকায় স্বতন্ত্র হিসেবেই প্রার্থী হয়েছেন সংগঠনের নেতারা। সারা দেশে আটজন প্রার্থী দিয়েছে ইনসানিয়াত বিপ্লব। এর মধ্যে তিনজন নির্বাচন করছেন চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে প্রার্থী হয়েছেন সংগঠনের সহকারী মহাসচিব এমদাদুল হক, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশি) আসনে প্রার্থী হয়েছেন তার স্ত্রী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও মহিলাবিষয়ক সভানেত্রী সাবিনা খাতুন সাব্বি এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) থেকে সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য আবু তালেব হেলালী। তিনজনেরই প্রতীক সিংহ। চট্টগ্রামের ১৬টি আসনে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাবিনাই একমাত্র নারী প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে কোনো নারী চট্টগ্রামে সরাসরি ভোটযুদ্ধে অবতীর্ণ হননি। এদিক থেকে বলা যায়, সংসদ নির্বাচনে গত ১০ বছরে এই প্রথম কোনো নারী প্রার্থী দেখছেন চট্টগ্রামবাসী। ইনসানিয়াত বিপ্লবের তিন প্রার্থী প্রায় প্রতিদিনই গণসংযোগ করছেন। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের কাছে সংগঠনের আদর্শ-উদ্দেশ্যও তুলে ধরছেন তারা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি অভিযোগ করে তিন প্রার্র্থীই জানান, ভোটাররা আতঙ্কে আছেন। যদি সুষ্ঠু পরিবেশে ভোট হয়, তাহলে জয় কিংবা সম্মানজনক ফলাফলের ব্যাপারে আশাবাদী তারা। চট্টগ্রাম-১০ আসনের সিংহ প্রতীকের প্রার্থী সাবিনা খাতুন সাব্বির বাবার বাড়ি নগরীর হালিশহর এলাকায়। তার স্বামীর বাড়ি বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের আহলা সাদারপাড়া এলাকায়। চট্টগ্রাম হাজি মুহম্মদ মহসিন কলেজ থেকে মাস্টার্স পাস করা সাবিনা চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি যুগান্তরকে বলেন, ‘একক ধর্ম এবং একক জাতীয়তাবাদের পরিবর্তে ধর্ম জাতি নির্বশেষে সব ধর্মের মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমার সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য। মানবতার রাষ্ট্র ব্যতীত জীবনে স্বাধীনতা থাকে না। মানবতার রাষ্ট্র অস্বীকার করলে মানবজীবনই অস্বীকার হয়ে যায়। এরই মধ্যে আমি নির্বাচনী এলাকার ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে গণসংযোগ করেছি। কয়েকটি এলাকায় আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ মুহূর্তে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যেখানেই যাচ্ছি, ভোটারদের মধ্যে আতঙ্ক দেখতে পাচ্ছি। ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা- এ নিয়ে সংশয়ে আছেন ভোটাররা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ তার স্বামী চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এমদাদুল হকও চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সব শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি। এ কারণে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ২০১০ সালে আত্মপ্রকাশ করে। এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। কেন্দ্রীয় কার্যালয় ঢাকার গুলশানে। চট্টগ্রামেও শাখা কার্যালয় রয়েছে। আমাদের মূল সংগঠন হল বিশ্ব সুন্নি আন্দোলন।’
