Logo
Logo
×

বাংলার মুখ

সরাইলে ছেত্রা নদীতে ৪৮ বছরেও হয়নি সেতু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ছেত্রা নদীর ওপর স্বাধীনতার ৪৮ বছরেও সেতু নির্মাণ করা হয়নি। দুই ইউনিয়নে কমপক্ষে ১৫টি গ্রামের মানুষের জন্য ৭০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।

জেলার সরাইল উপজেলার উত্তর প্রান্তে হাওরবেষ্টিত অরুয়াইল বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ছেত্রা নদী। উপজেলার কৃষিনির্ভর অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে কমপক্ষে ১৫ গ্রামের মানুষকে ছেত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার করে উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর অভাবে দুই ইউনিয়ন শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দিক দিয়ে পিছিয়ে পড়ছে। কমপক্ষে ১৫ গ্রামবাসী বাধ্য হয়ে দুই দশক ধরে প্রতি বছর ৭ মাসের জন্য বাঁশ দিয়ে ৭০০ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রস্থ বাঁশের সাঁকো তৈরি করেন।

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া, অরুয়াইল, কাকুড়িয়াসহ ১৫টি গ্রামে অর্ধলক্ষাধিক লোক বাস করে। তাদের উপজেলা সদরে বা অরুয়াইল বাজারে যাতায়াত করতে ছেত্রা নদী পার হতে হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম