Logo
Logo
×

বাংলার মুখ

নড়িয়ায় ঠিকানা জালিয়াতি করে সহকারী প্রিসাইডিং অফিসার!

Icon

ভেদরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাচন আজ। এ নির্বাচনে স্কুলের নাম ঠিকানা জালিয়াতি করে এক সহকারী শিক্ষক সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়েছেন। আপেল মাহমুদ ভেদরগঞ্জ পৌরসভার ১৬ নং গৈডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিন্তু নড়িয়া উপজেলা নির্বাচনে নিজের স্কুলের নামের পরিবর্তে সরকারি মালতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি ভুয়া স্কুলের নাম ব্যবহার করে তিনি সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়েছেন। তিনি গুলমাইজ আক্কাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে কথা রয়েছে। জানা গেছে, ৩য় ধাপে উপজেলা নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ইসমাইল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্রে ৭৬ জন প্রিসাইডিং অফিসার, ৪৪৬ জন সহকারী পিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে ৮৯২ জন দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আনা হয়েছে কিছু সংখ্যক কর্মকর্তা। এর মধ্যে আপেল মাহমুদ পেয়েছেন সহকারী প্রিসাইডিং দায়িত্ব।অনুসন্ধান করে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার ১৬নং গৈডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপেল মাহমুদ নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের পরিচয় গোপন করেছেন। তিনি তারাবুনিয়া মালতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ব্যবহার করে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়েছেন। সেখানে তিনি নিজেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু এ নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পোলিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। পোলিং এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে আপল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি তারাবুনিয়া মালতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাকে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু মালতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহম্মদ আলী। নড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। তবে কেউ যদি এ ধরনের কোনো প্রতারণার আশ্রয় নেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম