Logo
Logo
×

বাংলার মুখ

লাকসামে রেলের জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ দুই উপজেলার সীমান্তবর্তী খিলা রেলস্টেশনের জায়গার মাটি রাতের অন্ধকারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এর ফলে রেলস্টেশনের কোয়ার্টার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জানা যায়, লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা বাজার সংলগ্ন স্টেশনের পাশে রেলওয়ের জায়গার মাটি রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছেন সৈয়দ বাড়ির অবসরপ্রাপ্ত কানুনগো ছাদেক হোসেনের ছেলে মুকতুল হোসেন। শনিবার রাতে ১০-১৫ জন শ্রমিক দিয়ে কোয়ার্টারের পাশে রেলওয়ের জায়গার মাটি কেটে নিয়ে নিজ বাড়ির ডোবা ভরাট করে ফেলেন। ওই ডোবাটিও রেলওয়ের বলে জানা যায়। কৌশলে রাতে মাটি কাটা শেষে জায়গাটিতে পানি ফেলে পূর্ণ করা হয়, যাতে কেউ বুঝতে না পারেন। স্থানীয়রা আরও জানান, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে প্রভাবশালী ব্যক্তিরা রেলের জায়গা থেকে মাটি কাটছে ও দখল করে নিচ্ছে। অভিযুক্ত মুকতুল হোসেন বলেন, ‘এ জায়গাটি রেলওয়ে থেকে আমার নামে লিজকৃত। আমি মাটি নিয়ে আমাদের পুকুরের পাড় বাঁধাই করেছি।’ রাতের অন্ধকারে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অসম্মতি জানান। খিলা রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মান্নান বলেন, সকালে খবর শুনেছি। ঘটনাস্থলে এসআই আলমকে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। লাকসাম রেলওয়ের কানুনগো কাউছার আহমেদকে তার কক্ষে না পেয়ে একাধিকারবার মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লাকসাম রেলওয়ের আইডব্লিউ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, মাটি কাটার বিষয়টি শুনেছি। রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও জিআরপি সমন্বয়ে পরিদর্শন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম