Logo
Logo
×

বাংলার মুখ

ফেসবুকে মহানবী (সা.)কে কটূক্তি

নড়াইলে যুবক গ্রেফতার

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নড়াইলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট দেয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম রাজকুমার সেন (২৮)। সে সদর উপজেলার হবখালী ইউনিয়নের বসুপাড়া গ্রামের অধিবাসী। রোববার বেলা ১১টায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত রাজকুমার সেন তার ফেসবুক আইডিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেয়। এতে এ জেলায় মুসলমানদের মনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে পোস্টটি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নজরে এলে তিনি তৎক্ষণাৎ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তখন তিনি তদন্ত করে অভিযুক্ত রাজকুমার সেনকে শহর থেকে রোববার বেলা ১১টায় গ্রেফতার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

এদিকে, তার বিচারের দাবিতে রোববার সকালে সিঙ্গিয়া বাজার এলাকায় মুসল্লিরা বিক্ষোভসহ মানববন্ধন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম