দল ছাড়লেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী সভাপতি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দল থেকে সরে দাঁড়ালেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল। শনিবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলেও এই নেতা জানান। মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল ১৯৬৩ সালে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৬৮ সালে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হন। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-সাটুরিয়া (মানিকগঞ্জ-৩) আসন থেকে নির্বাচিত হন। ১৯৭৩ সাল থেকে ’৭৮ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৮ থেকে ’৮১ সাল জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
