Logo
Logo
×

বাংলার মুখ

ভৈরব-ঢাকা রেলওয়ে

স্টেশনের অদূরে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা : ২ ঘণ্টা চলাচল বন্ধ

Icon

ভৈরব প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভৈরব-ঢাকা রেলওয়ে পথে খানাবাড়ী রেলস্টেশনের অদূরে আন্তঃনগর এগারসিন্ধু ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দুই ঘণ্টা ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। দুই ঘণ্টা পর ট্রাকটি রেললাইন থেকে সরালে বিকাল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় কিশোরগঞ্জ-ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর নরসিংদীর খানাবাড়ী রেলওয়ে স্টেশনের অদূরে বিকাল ৩.২০ মিনিটে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি রেললাইনের সঙ্গে রাস্তাতে ঘুরাতে চেয়েছিল। ট্রেনের ড্রাইভার ঘটনাটি দেখে ট্রেন চলার গতি কমিয়ে দিলেও ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগলে এ সময় ট্রাকটি রেলওয়ে লাইনের ওপর উঠে যায়। ফলে ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাবল লাইন থাকায় এ সময় ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। খবর পেয়ে রেলওয়ের ভৈরব পিডব্লিও অফিসের প্রকৌশলী আহসান হাবিব তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নিলে বিকাল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম