Logo
Logo
×

বাংলার মুখ

এইচএসসি পরীক্ষা

ময়মনসিংহে ১০ কলেজে জিপিএ-৫ ১০৯১ জন

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শহরের সেরা ১০টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। দ্বিতীয় অবস্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জেলায় সর্বোচ্চ ৩২৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও জিপিএ-৫ এর বিবেচনায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে নটর ডেম কলেজ। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ৩২৫ জন, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ২৮৯ জন, আনন্দমোহন সরকারি কলেজ থেকে ২৪৩ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৪ জন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৫৯ জন, নটর ডেম কলেজ থেকে ৩৫ জন, আলমগীর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে ১১ জন, ময়মনসিংহ সরকারি কলেজ থেকে ৮ জন এবং কমার্স কলেজ থেকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম