নাট্য সংগঠন বিবর্তন যশোরের তিন দশক
সপ্তাহব্যাপী উৎসব শুরু
যশোর ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক’- স্লোগানে তিন দশক ধরে মঞ্চে সোচ্চার ‘বিবর্তন যশোর’। নাটকের মাধ্যমে জীবনের কথা তুলে ধরছে। এ পর্যন্ত ৮৯টি নাটকের চার সহস্রাধিক প্রদর্শনীর রেকর্ড গড়েছে সংগঠনটি। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে বিবর্তন যশোর। দেশের বাইরেও মঞ্চ নাটকে কৃতিত্ব দেখিয়েছেন সংগঠনের কর্মীরা। মঞ্চ নাটকে বিবর্তন ঘটিয়েছে এই নাট্য সংগঠনটি। পথচলার ত্রিশ বছর উপলক্ষে বিবর্তন যশোর আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্য উৎসব। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের আটটি সংগঠন নাটক মঞ্চস্থ করবে। বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, বিবর্তন একটি আন্দোলন, একটি সমাজ চেতনা, খেটে খাওয়া মেহনতি মানুষের সমাজ সংস্কৃতির অভিব্যক্তি। বিবর্তনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি জানান, এ পর্যন্ত ৮৯টি নাটকের (মঞ্চ, পথ ও শিশু) প্রায় চার সহস্রাধিক প্রদর্শনী হয়েছে দেশে এবং দেশের বাইরে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হল- যুদ্ধ, ইতিহাসের পাতা, পাইচো চোরের কেচ্ছা, পুরস্কার, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মহাবিদ্যা, বিসর্জন, মনের আয়না, বিবাহ প্রস্তাব, রাজা প্রতাপাদিত্য, সিসিফাস, কৈবর্ত গাঁথা, হট্টমালার উপারে, জন্তু ও আলোচিত মাতব্রিং। মাতব্রিং নাটকটি বিশ্ব অলিম্পিয়াড থিয়েটারে মঞ্চস্থ হয়।
