জেএসসি ও জেডিসি পরীক্ষা
চান্দিনায় পরীক্ষার্থী বহিষ্কার : শিক্ষকসহ দু’জনের জরিমানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চান্দিনা উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসাধু উপায় অবলম্বনের দায়ে শিক্ষক ও অফিস সহায়ককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এবং মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, জেডিসির বাংলা পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে আল-আমিন নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কেন্দ্রে পরীক্ষার্থীদের অসাধু উপায়ে সহায়তা করার অভিযোগে ফিরোজ আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় বাসু চন্দ্র দাস নামে এক অফিস সহায়ককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
