মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের আধা সরকারি পত্রে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তনের পত্রটি প্রধানমন্ত্রীর বরাবরে দাখিল করা হয়। প্রধানমন্ত্রী ওই পত্রের পরিপ্রেক্ষিতে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারি কলেজ’ করার জন্য অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মো. রফিকুল আলম শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেছেন। সরকারি নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন করে মাদারীপুর সরকারি কলেজ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
