Logo
Logo
×

বাংলার মুখ

নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যোগে রোববার মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। পরে চেম্বার সভাপতি ও ডিরেক্টরদের নিয়ে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মেলা ঘিরে পুরো স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়। নান্দনিক সাজ ও আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রাঙ্গণ। মেলায় ঢুকতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত নান্দনিক গেট চোখে পড়ে। এবার বাণিজ্য মেলায় ১০৫টি স্টল অংশ নেয়। নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবার ভিন্ন আঙ্গিকে মেলা প্রাঙ্গণকে সাজানো হয়েছে। হরেক রকমের প্যাভিলিয়নের পাশাপাশি বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম