Logo
Logo
×

বাংলার মুখ

চুয়াডাঙ্গায় র‌্যাব পরিচয়ে রাস্তায় ঘণ্টাব্যাপী ডাকাতি

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় র‌্যাব পরিচয় দিয়ে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চুয়াডাঙ্গার টেইপুর-ঝোড়াঘাটা সড়কে গাছ ফেলে অস্ত্রের মুখে ঘণ্টাব্যাপী লুটপাট করেছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ লক্ষাধিক টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। খবর পেয়ে রাতেই পুলিশ ডাকাত ধরতে ও মালামাল উদ্ধার করতে অভিযানে নামে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ডাকাতির শিকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেইপুর-ঝোড়াঘাটা সড়কের টেইপুর গ্রাম সংলগ্ন মাঠে ৬-৭ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় রাস্তায় চলাচলরত মোটরসাইকেল, আলমসাধুসহ ছোট ছোট যানবাহন ঠেকিয়ে ধারাল অস্ত্রের মুখে নগদ টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি করে ডাকাতরা। ডাকাতির শিকার আলুকদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমি এবং আমার বন্ধু আকন্দবাড়ীয়া গ্রামের আনন্দকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ভালাইপুর মোড় হয়ে পীরপুর গ্রামে যাচ্ছিলাম। ঝোড়াঘাটা গ্রামসংলগ্ন মাঠে পৌঁছলে রাস্তার ওপর গাছ ফেলে সড়ক বন্ধ করা দেখি। মোটরসাইকেল থামিয়ে রাস্তা বন্ধের কারণ জানতে চাইলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন জানায় ‘আমরা র‌্যাবের লোক, ফেনসিডিলের চালান যাচ্ছে তাই চেকিং করছি।’ কথা শেষ হতে না হতেই পাশ থেকে হাফপ্যান্ট পরা মুখোশধারী ৪-৫ জন এসে ধারালো অস্ত্র ধরে আমাদের বুকে। আমার কাছে থাকা ৭০ হাজার এবং বন্ধু আনন্দের কাছে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ সময় আরও একজন পানব্যবসায়ীকে জিম্মি করে তার কাছে থাকা ১০ হাজার টাকাও কেড়ে নেয় আমাদের সামনে। এভাবে ২৫-৩০ জনকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল কেড়ে নেয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম