তানোরে সাইকেল বিতরণ ভাঙ্গায় ওসির আপ্যায়ন
শিবচরে ফ্রি স্বাস্থ্যসেবা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ব্যতিক্রমী অনুষ্ঠান পালন করা হয়েছে। রাজশাহীর তানোরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এদিন ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি সেবা নিতে আসা মানুষকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। এছাড়া মাদারীপুরের শিবচরে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান-
তানোর (রাজশাহী) : মুজিববর্ষে সমাজে আলো ছড়াতে এক অন্যরকম উপহার। প্রথম বছরের শুরুতেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর মাঝে নতুন বইয়ের সঙ্গে এবার যোগ হয়েছে বাইসাইকেল। রাজশাহীর তানোর উপজেলার ৮৯টি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে এসব উপহার দেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তার নিজ অর্থায়নে ও পরিষদের বরাদ্দ থেকে ব্যতিক্রমী উদ্যোগে এসব উপহার দেন তিনি। বৃহস্পতিবার ৭ মার্চ ও ১৭ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান সভার সভাপতি চেয়ারম্যান ময়না।
ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সঞ্চালনায় বক্তব্য দেন তানোর সরকারি আবদুল করিম সরকার কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মিয়া, তানোর থানার ওসি রাকিবুল হাসান। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, মজিবর রহমান, আবদুল মালেক ও মাইনুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় ইউএনও শিক্ষকদের উদ্দেশে বলেন, বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। দালানকোঠা করার দরকার নেই। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে বড় বিনিয়োগ।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় সেবা নিতে আসা সবাইকে চকোলেট ও চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করান (ওসি) শফিকুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভালোবাসার নির্দশন হিসেবে আপ্যায়নের ব্যবস্থা করান তিনি। পুলিশের এমন আচরণে এলাকাবাসীসহ সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। জানা যায়, এ থানায় অফিসার ইনচার্জ হিসেবে ৩-৪ মাস আগে যোগদান করেন ওসি মো. শফিকুর রহমান। যোগদানের পর থেকে ডাকাতি মামলার তদন্তে সফলতা ও ৩১ ডাকাতকে মালামালসহ আটক করায় রোববার ঢাকা রেঞ্জ কার্যালয়ে ডিআইজি মো. হাবিবুর রহমানের কাছ থেকে পুরস্কৃত হন। এরপর থেকে তিনি ভাঙ্গা থানায় প্রয়োজনে আসা সব শ্রেণির মানুষকে টাকা-পয়সা ছাড়াই মামলা ও অভিযোগ গ্রহণ করেন। সেই সঙ্গে তিনি সবাইকে চা-বিস্কুট ও চকোলেট দিয়ে আপ্যায়ন করান। উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বর্তমান ওসি খুব সাহসিকতা ও দক্ষতার সঙ্গে এলাকায় চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীদের আটকসহ সাধারণ মানুষকে চা-চকোলেট খাওয়াচ্ছেন এবং সবাই সেবা পাচ্ছেন। এতে আমরা আনন্দিত। ওসি শফিকুর রহমান বলেন, বিপদে না পড়লে থানায় কেউ বেড়াতে আসে না। তাই সাধারণ মানুষ যেন পুলিশের কাছ থেকে সেবা পায় সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি।
শিবচর (মাদারীপুর) : বাংলাদেশ নিউট্রিশন ও ডায়াবেটিকস এবং শিবচর সমিতির আয়োজনে শুক্রবার শিবচরে ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বেগম শবনম জাহান এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, বাংলাদেশ নিউট্রিশন ও ডায়াবেটিকসের সম্পাদক শামসুন্নাহার নাহিদ মহুয়া, সাংগঠনিক সম্পাদক তামান্না চৌধুরী, ঢাকাস্থ শিবচর সমিতির সভাপতি সামাদ মিয়া, সম্পাদক লোকমান মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সম্পাদক ডা. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। আয়োজকরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্যক্রম। নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, শিবচরকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। আমরা শিবচরকে এমনভাবে গড়ে তুলব যাতে দূরদূরান্ত থেকে মানুষ স্বাস্থ্যসেবা নিতে শিবচরে আসে।
