পটুয়াখালী সরকারি কলেজ
হীরকজয়ন্তীতে আনন্দে উচ্ছ্বসিত নবীন-প্রবীণরা
পটুয়াখালী ও দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এসো মিলি ঐক্য ও সম্প্রীতির বন্ধনে স্লোগান নিয়ে পটুয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে হীরক জয়ন্তী উৎসব। পটুয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় দুই সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন ছাত্র ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাজাহান মিয়া। প্রাণের এ উৎসবে মিলিত হতে পেরে আনন্দে উচ্ছ্বসিত নবীন ও প্রবীণেরা। দু’দিনব্যাপী এ উৎসবে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতীচারণ, মুক্তিযোদ্ধা ও প্রাক্তন অধ্যক্ষদের সম্মাননা প্রদান করাসহ দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
