Logo
Logo
×

বাংলার মুখ

বরিশালে স্ত্রীর মামলায় এএসআই কারাগারে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় পুলিশের এএসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করলে এএসআই ইশা খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। ইশা খান পটুয়াখালীর মোহাকাঠি গ্রামের ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলা পুলিশ লাইনে দায়িত্ব পালন করছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে শাহনাজ আফরোজের সঙ্গে ইশা খার বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালঙ্কার ছাড়াও ঈশা খাকে মোটরসাইকেল কেনার জন্য নগদ আড়াই লাখ টাকা দেয় শাহনাজের পরিবার। ছয় থেকে সাত মাস পরেই ঈশা খা আরও ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহনাজকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৯ নভেম্বর বরিশাল পুলিশ লাইনে ইশা খার বাসভবনে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে মারধরে শাহনাজের গর্ভপাত ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে শাহনাজকে নিয়ে সংসার করার কথা বলে অভিযোগ তুলে নেয়ায় ইশা খা। সবশেষ গত বছরের ১০ আগস্ট পুনরায় যৌতুকের দাবিতে তাকে মারধর করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম