৫০ বছর পূর্তি
মানিকগঞ্জে কাটিগ্রাম উচ্চবিদ্যালয়ে মিলনমেলা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৫০ বছর পূর্তিতে মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনীতে নতুন আর পুরনোদের উপস্থিতি মিলন উৎসবে রূপ নেয়। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণা, আনন্দ-আড্ডা এবং নেচেগেয়ে দিন পালন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন তারা। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। শোভাযাত্রাটি আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। জাতীয় সঙ্গীতের পর পরিচয় পর্ব শুরু হয়।
স্মৃতিচারণা করেন ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, ফরিদপুরের রাজেন্দ্র সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ ইউনুস আলী, মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নূর সিদ্দিকী, স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন প্রমুখ।
