নাগরদোলায় ওড়না পেঁচিয়ে হাটহাজারীতে ছাত্রীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হাটহাজারীর ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪)। বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাসায় ফিরে বিকালে বন্ধুদের সঙ্গে নিয়ে মেলায় যায়। সেখানে নাগরদোলা দেখে চড়ার লোভ সামলাতে পারেনি সাদিয়া। তাই সে বন্ধুদের সঙ্গে মনের সাধ মেটাতে নাগরদোলায় উঠে। তবে নাগরদোলায় উঠা যে তার জন্য কাল হবে তা হয়তো সে জানত না। চলন্ত নাগরদোলার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে মাটিতে পড়ে সাদিয়া মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছৈয়দ আহম্মদ হাট এলাকার আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরস শরিফ উপলক্ষে আয়োজিত মেলায় এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া ওই এলাকার হাজী বজল সারাং বাড়ির হতদরিদ্র কৃষক ইসহাক প্রকাশ কালুর মেয়ে।
