চন্দনাইশে শিক্ষকের নির্দেশে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের চন্দনাইশে শিক্ষকের নির্দেশে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র। আহত তৌহিদুল ইসলাম শাকিল হারালা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। জানা গেছে, বিদ্যালয়ে পিয়ন থাকা সত্ত্বেও তৌহিদুল ইসলাম শাকিলকে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সৃজন ধর চা-নাস্তা আনা-নেয়া, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নিয়মিত খোলা-বাঁধা, ঝাড়ু দেয়া ইত্যাদি যাবতীয় কাজও অন্যায়ভাবে করাতেন। সোমবার সকালে বিদ্যালয়ের ছাদের উপরে বটগাছের ডালপালা কাটার জন্য শিক্ষক সৃজন ধরের নির্দেশে ছাদে উঠলে ডালপালা কাটতে গিয়ে ডালের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে শাকিল ছাদে আছড়ে পড়ে। এতে শাকিল মারাত্মকভাবে আহত হয়। আহত শাকিলকে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শাকিলের মা হাসিনা আক্তার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, শিক্ষা কর্মকর্তা বরাবরে বিচার প্রার্থনা করে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক অর্চনা শীল ঘটনার সত্যতা স্বীকার করে এহেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
