আনন্দমোহন কলেজের গণিত বিভাগের পুনর্মিলনী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার সকালে নগরীর টাউল হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আবদুস সোবহান। পরে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এমএ কাশেম, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাকৃবি গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও উৎসব কমিটির সভাপতি প্রফেসর আবদুল হাই, সেক্রেটারি কাজী আজাদ জাহান শামীম, অধ্যক্ষ মুজিবুর রহমানসহ সাবেক শিক্ষার্থীরা। পুনর্মিলনী অনুষ্ঠানে গণিত বিভাগের ১৯৭১-৭২ থেকে ২০১৪-১৫ সেশনের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
