মোহনগঞ্জে হাসপাতালের গাছ কেটে নেয়ার অভিযোগ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি গাছ কোনো নিয়ম-নীতি না মেনে অবাধে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ৭-৮টি গাছ কেটে ফেলা হয়েছে। শুক্রবার সরেজমিন দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন স্থান থেকে এসব গাছ কেটে বিক্রি করে দেয়া হয়েছে। এ সময় গাছ ক্রয়কারী দৌলতপুরের বাসিন্দা ওমর ফারুক জানান, তিনি এ গাছগুলো কিনেছেন। এসব বিষয়ে মুঠোফোনে আলাপকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মো. শামছুল আলম বলেন, হাসপাতালের নতুন ৪ তলা ভবন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের লোকজন কয়েকটি গাছ নষ্ট করে। পরে ওই গাছগুলো হাসপাতাল চত্বরে অবস্থিত মসজিদের জন্য দান করে দেয়া হয়। উন্নয়নের স্বার্থে দ্রুত জায়গা বুঝিয়ে দেয়ার জন্য এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
