যুগান্তরে সংবাদ প্রকাশ
প্রবাসীর বদান্যতায় বরগুনার দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন লাখ টাকা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এ যেন সোনার হরিণ। ‘হাতে তার এক লাখ টাকা’ একথা জেনেই অন্ধ চোখ দুটি ছলছল করে উঠল। সঙ্গে থাকা স্ত্রী শান্তি রানীও ফেললেন আনন্দ অশ্রু। শুক্রবার রাতে সাতক্ষীরার একটি দৈনিকের অফিসে এমনই এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী বলরাম চন্দ্র দাস (৪৮) বলেন, আমি ও আমার পরিবার চিরদিনের মতো কৃতজ্ঞ থাকলাম। এই টাকা তিনি আয়বর্ধক খাতে ব্যবহার করে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। ১০ ফেব্রুয়ারি যুগান্তরে ‘একই পরিবারের চারজন অন্ধ, মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিতে চায় ভূমিদস্যুরা’ শীর্ষক সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন দেখে একজন ইতালি প্রবাসী পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদের মাধ্যমে এক লাখ টাকা পাঠান সাতক্ষীরার পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের কাছে। বুধবার রাতে বলরাম ও তার স্ত্রী যুগান্তরের আমতলী প্রতিনিধি জসিমউদ্দিন সিকদারের সঙ্গে সাতক্ষীরা পৌঁছালে রাতে পরিবারটির হাতে তুলে দেয়া হয় ওই টাকা। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, পত্রদূতের আবুল কালাম আজাদ, সাংবাদিক ওয়ারেশ খান চৌধুরী, পত্রদূতের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার আবদুস সামাদ প্রমুখ।
