Logo
Logo
×

বাংলার মুখ

লৌহজং ও ফরিদগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

Icon

লৌহজং ও ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

লৌহজংয়ে করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল থেকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের জাহিদুল ইসলাম মানিক ও মোস্তফাসহ আশপাশের আরও ৪২ শতাংশ জমির ধান কর্মীদের নিয়ে কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন। শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার জন্য কৃষক মানিক ছাত্রলীগের সহযোগিতা চান। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন সাড়া দিয়ে তার কর্মীদের নিয়ে কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দেন। ধান কাটায় আরও অংশ নেন জেলা ছাত্রলীগের উপ-স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের শিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির খান বিপ্লব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, পারভেজ, সজিব, রবিন, পারভেজ উজ্জ্বল, হাসান প্রমুখ।

এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের কৃষক মনির হোসেনের ৪০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহ-সভাপতি সোহেল দেওয়ান, হাফেজ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, নাহিদ পাটওয়ারী, আরেফিন শুভ, খায়রুল বাশার, আরিফ হোসেন, আফসার আহমেদ, তানভীর, জুয়েল, ইফতেখারুল আলম ইফতি, মাহমুদুল হাসান সম্রাট, পিয়াম, শুভ, রাহিম, তানজিল, সুমন ও জুয়েল হোসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম