ব্রাহ্মণপাড়া থেকে পালিয়ে যাওয়া করোনা রোগী চট্টগ্রামে আটক
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনায় আক্রান্ত পালিয়ে যাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের হাসানকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ আটক করেছে। ব্রাহ্মণপাড়া থানা ওসি আজম মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩০ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে গিয়ে তাকে পাননি। ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড়বাড়ি গ্রামের ওই যুবক বাড়িতে আসেন। খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। ফল পজিটিভ আসে। বৃহস্পতিবার বিকালে তার বাসায় গেলে যুবকের মা জানান, সে ২৬ এপ্রিল বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে।
