বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ
পুলিশসহ আহত ৯২
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হামলা-সংঘর্ষের ঘটনায় শুক্র ও শনিবার নাটোর এবং কাপাসিয়ায় আট পুলিশ সদস্যসহ বিভিন্ন স্থানে ৯২ জন আহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : নাটোর সদরের পশ্চিম হাগুরিয়ায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরও কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হন। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের ওপর হামলা করলে মুসল্লিরা তাকে মারধর করেন। এ ঘটনায় শাহীন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তৎক্ষণাৎ উত্তেজনা থামাতে সেখানে স্থানীয় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিম সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
চিলমারী (কুড়িগ্রাম) : জমির ধান কাটাকে কেন্দ্র করে চিলমারীতে সংঘর্ষে সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আ. মান্নান, সাংবাদিক হুমায়ুন কবীর, মাইদুল ইসলাম, মাজেদুল ইসলাম ও খায়রুল আলম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পূর্ব মাচাবান্দা গ্রামের আ. মান্নানের জমিতে প্রতিপক্ষ মৃত কফিল উদ্দিনের ছেলে আবু সামা মো. জাহেদুল ইসলামের যোগসাজশে দলবলসহ ভোর রাতে ধান কাটা শুরু করে। খবর পেয়ে আ. মান্নান ধান কাটা নিষেধ করলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।
আগৈলঝাড়া (বরিশাল) : তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন আটজন। আহত তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার মাগুরা গ্রামের সুমন সরদারের ছেলে লিখনের (৫) সঙ্গে বাড়ির পাশের হালিম হাওলাদারের ছেলে সুমনের (৭) খেলার সময় মারামারি হয়। এ ঘটনা তারা উভয় গিয়ে পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের সুমন সরদার, মামুন হাওলাদার, আমেনা বেগম, সিমি আক্তার, অমূল্যসহ আটজন আহত হন।
বন্দর (নারায়ণগঞ্জ) : প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বন্দর থানার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাদশা, ইসলাম, তার স্ত্রী শাহিদা বেগম, ছেলে রিফাত ও মিরাজুল। জানা যায়, বন্দর বাবুপাড়া এলাকার হাজী আবদুল হামিদ মিয়ার ছেলে আরিজুল বাড়িতে কবুতর পালন করে আসছেন। শুক্রবার সকালে আরিজুলের একটি কবুতর পাশের বাড়ির হানিফ মিয়ার বাসায় চলে যায়। আরিজুলের আত্মীয় মিরাজুল কবুতরটি ওই বাড়ি থেকে আনতে গেলে এ নিয়ে মিরাজুলের সঙ্গে পাপ্পুর কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১২টার দিকে আরিজুলের বাড়িতে হামলা চালানো হয়।
কাঁঠালিয়া (ঝালকাঠি) : জমি নিয়ে সংঘর্ষে ব্যাংক ম্যানেজারসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রূপালী ব্যাংক কাঁঠালিয়া শাখার ম্যানেজার মো. নাঈম হোসেন, তার ছোট ভাই মঈন হোসেন, অপর পক্ষের নজরুল কবির ফোরকান ও তার ভাই মাসুম বিল্লাহ। ব্যাংক ম্যানেজার নাঈম হোসেন জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির নজরুল কবির ফোরকানের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল।
কাপাসিয়া (গাজীপুর) : উপজেলার রায়েদ বাজারে হোটেলে ইফতারি বিক্রিতে বাধা দেয়ায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে থানার চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। পুলিশ বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা ও ঘটনায় জড়িত সাবেক ইউপি মেম্বার বাদল হোসেনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানান, রায়েদ বাজারে আকতারি হোসেন নামে এক হোটেল ব্যবসায়ী ইফতারি বিক্রি করার সময় সিংহশ্রী পুলিশ ক্যাম্পের সদস্যরা লকডাউন না মেনে দোকান খোলা রাখায় বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তার ইফতারসামগ্রী ফেলে দেয়া এবং হোটেলের আসবাবপত্র ভাংচুর করা হয়। এ সময় দোকান মালিকসহ কয়েক ক্রেতা আহত হন। এ খবর বাজার ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে পুলিশ চড়াও হয়ে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে জনতাকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এএসআই কয়েসসহ, কনস্টেবল রায়হান, রূপম ও সুমন আহত হন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্ধিরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১৫ আহত হয়েছেন। শুক্রবার সকালে পাইনাদী সিআইখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পাইনাদী সিআইখোলা এলাকার রেজাউল করিম গংয়ের সঙ্গে একই এালাকার কসাই আয়নালের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ এ জমিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিম গং। খবর পেয়ে কসাই আয়নাল গং লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের পাড়কোলা এলাকায় বর্তমান কাউন্সিলর বেল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুষের সমর্থকদের এক রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার ভোরে দু’পক্ষের মধ্যে আধিপত্যবিস্তার নিয়ে পূর্ববিরোধের জের ধরে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ৩টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এক ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনায় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনপুর (ভোলা) : ভোলার মনপুরায় বর্তমান ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন মনপুরা সদর হাসপাতালে ভর্তি। অপর আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
