দুর্গাপুর শাহজাদপুরে নিহত ২
বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষে আহত ৮৫
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হামলা ও সংঘর্ষে দুর্গাপুর ও শাহজাদপুরে ২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। এছাড়া সিলেটের জৈন্তাপুর, নোয়াখালীর বেগমগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী ও মাগুরার মহম্মদপুরে সংঘর্ষে আহত হয়েছেন ৪৬। শুক্র ও শনিবার রাত এবং রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে বাকলজোড়ায় জমি নিয়ে বিরোধে সংষর্ষে একজন নিহত হয়েছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। সাংসা গ্রামে রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর আবদুল হাকিম (১৬) ওই গ্রামের নিজাম উদ্দিন খাঁর ছোট ছেলে। ওই গ্রামের আজমত খাঁর (৪৬) সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের নাজিম উদ্দিন খাঁর (৪৮) বিরোধ হয়ে আসছিল। এ নিয়ে সংঘর্ষে হাকিমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় হান্নান খাঁ, মোফাজ্জাল খাঁ, মিজান খাঁ, সুলতান খাঁ, আজমত খাঁ, সাহাব উদ্দিন ও আবদুর রহমান।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আজগার আলী প্রামাণিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও পুলিশ কনেস্টবলসহ ২০ জন আহত হয়েছেন। রোববার ভোরে ও সকালে শহরের আইগবাড়ি পারকোলা গ্রামে বর্তমান কাউন্সিলর বেলাল হোসেন ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিজুশ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই গ্রামের ফেলান প্রামাণিকের ছেলে আজগার প্রামাণিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেনের সমর্থক ছিলেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। আহতরা শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট ব্যুরো : সিলেটের জৈন্তাপুরে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ পূর্ব ফুলতল গ্রামে শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক ছিফত উল্লার জমির ধানের চারা গরু দিয়ে খাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে হাশিম মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আবুল, ছিফত উল্লাহ, ফয়জুল, ইসলাম মিয়া, ছয়ফুল, সাঈদা বেগম, দেলওয়ার, ফখরুলসহ ১৫ জন আহত হন।
নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার রাতে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের পঞ্চায়েত বাড়িতে মো. জহিরের সঙ্গে হেঞ্জু ও কামাল পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাবর, ফারুখ, বেলাল, সোনিয়া, রিতু, সাব্বির ও এক শিশু নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
রাঙ্গাবালী (পটুয়াখালী) : রাঙ্গাবালীতে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরের দিকে চরইমারশন গ্রামে মালেক খলিফার ক্ষেতে নাঈম কাজীর গরু গিয়ে মুগডাল খেয়ে চারা নষ্ট করছিল। এ নিয়ে মালেক খলিফার বর্গাচাষী শহিদ কাজী ও নাঈম কাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে মালেক খলিফা লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে নাঈম কাজী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতরা হলেন- নাঈম কাজী, কাইয়ুম কাজী, ফাতেমা, বেল্লাল খাঁ, সুজন কাজী, হান্নান খলিফা, রফিক খলিফা, সহিদ কাজী ও সাইদুল কাজি।
মহম্মদপুর (মাগুরা) : মহম্মদপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত এবং ১১টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। শনিবার রাতে উথালী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উথালী গ্রামের আবুল খায়ের ও সোহেলের মধ্যে বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘ দিন মনোমানিল্য চলে আসছে। ঘটনার দিন রাতে আবুল খায়ের সমর্থক মফিদুল ও সোহেল মিয়ার সমর্থক নূরুন্নবীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয়পক্ষের সংঘর্ষে আহত হয় নূর আলম, ঝড়ি বেগম, তানিয়া বেগম, সাহেব আলী, আবদুল্লাহ, মফিদুল, লিয়াকত, জাকির, সুমন।
টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে রোববার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। জানা গেছে, বিগত রাস্তি ইউপি নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দু’জনই পরাজিত হন। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধরা হল- রাজ্জাক সরদার, মামুন সরদার, পলাশ বেপারী, সাদ্দাম সরদার ও ফিরোজ সাহী।
