নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ হত্যার বিচার দাবি
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ ইসলামের হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছে জাতীয় ছাত্রসমাজ। রোববার রংপুরে সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন। লিখিত বক্তব্যে তিনি শিক্ষার্থী তৌহিদ ইসলামকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।
