স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মুলাদীতে ছাত্রীর সঙ্গে প্রেমের জেরে ইমরান খুন
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুলাদীতে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের জেরেই খুন হয়েছেন ইমরান হোসেন। গত শনিবার হত্যাকারী যুবরাজ খলিফা বরিশাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যায় ব্যবহৃত ছোরা, রক্তমাখা জামা-কাপড় ও ইমরানের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মূল হত্যাকারী যুবরাজ উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের শাহ আলম খলিফার ছেলে। জানা যায়, ২৯ এপ্রিল রাতে যুবরাজ আলতাফ হোসেন দফাদারের ছেলে ইমরানকে গলা কেটে হত্যা করে। ১ মে পুলিশ যুবরাজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। অপরদিকে ইমরান খুন হওয়ার পর থেকে যুবরাজের ভাই সোহেল খলিফা, জুয়েল খলিফা, মা পেয়ারা বেগম, নান্টু হাওলাদার ও মন্টু হাওলাদারসহ কয়েকজন পলাতক রয়েছেন বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।
