ঢাকা মুন্সীগঞ্জ সাভার গাজীপুরে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শ্রীনগর ও সিরাজদিখানে ১২ হাজার, সাভারে ২ হাজার ৫০০ এবং গাজীপুরে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় ২৪.২৫ টন চাল বিতরণ করেছেন। এছাড়া স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও জীবাণুনাশক সাবান বিতরণ করেছেন তিনি। করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের জন্য সাভারে ৫০০টি হাতধোয়ার টেপকল, বনানীর কাঁচাবাজারে ১টি, সাভারে ৫টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১টিসহ ৭টি জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন করেছেন। করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন শেখ মো. আবদুল্লাহ।
