দুস্থদের পাশে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘প্রয়োজন হলে রেখে দিন, না হলে যার প্রয়োজন তাকে দিন’- এই স্লোগানে ভাণ্ডারিয়ায় কর্মহীন ও অসহায় গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। যারা সর্দি, কাশি, জ্বরের মতো গুরুত্বপূর্ণ নয় এমন সমস্যায় ভুগছেন তাদের জন্য চালু আছে টেলিমেডিসিন সেবা। ০১৩১০৫৫২০৬৬ নম্বরে ফোন করে সেবা পাচ্ছেন ভাণ্ডারিয়াবাসী। করোনা রোগীর জন্য সার্বক্ষণিক জরুরি প্রয়োজনে দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। ৫০০টি ডিসপোজেবল পিপিই এবং বিশেষ নিরাপত্তা ইকুইপমেন্টসহ ৫০টি রিইউসঅ্যাবল পিপিই সরবরাহ করা হয়েছে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস দেয়া হয়েছে ২০ হাজার করে। সচেতনতা কার্যক্রমের পাশাপাশি জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে ৫০ হাজার। ইতোমধ্যে ৭২ হাজারেরও অধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিত্যপ্রয়োজনী বাজার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৩শ’ স্বেচ্ছাসেবকের বাড়ি বাড়ি যাচ্ছেন।
