কালীগঞ্জে যুবলীগ কর্মীকে হাতুড়ি পেটা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে জিনারুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা কাস্টভাঙ্গা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় জিনারুল ইসলামের বড় ভাই আনারুল ইসলাম কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, রাত সাড়ে ৮টার দিকে জিনারুল স্থানীয় বাজার থেকে সাতগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাতগাছিয়া গ্রামের সাহাদত হোসেন ওরফে খোকা ও হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ থেকে ৮ জন হাতুড়ি এবং রডের লাঠি নিয়ে তার ওপর হামলা করে।
