রামপালে শ্রমিক বিক্ষোভ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান করছেন। অনেকে হেঁটে রওনা হয়েছেন এমন খবরও পাওয়া গেছে। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে কয়েকশ’ ভারতীয় শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে আসেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলে তারা বিক্ষোভ করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে।
