পাবনায় স্কয়ার গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা পৌর এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। স্কয়ার পৌরসভার সবকটি ওয়ার্ডে ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে। এর অংশ হিসেবে সোমবার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৯০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্ত্বাবধায়নে এ সময় উপস্থিত ছিলেন নেধিজলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, বনমালী শিল্পকলা কেন্দ্রের অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনি প্রমুখ। স্কয়ার গ্রুপ এর আগে জেলার বিভিন্ন স্থানে যুবলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে। স্কয়ার গ্র“পের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ ত্রাণ কর্মসূচি তদারকি করেন।
