বিদ্যুৎস্পৃষ্টে কোটালীপাড়ায় প্রাণ গেল বাবা-ছেলের
রানীনগর ও নান্দাইলে ৩ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে বাবা-ছেলের। এছাড়া নওগাঁর রানীনগরে দুই শ্রমিক এবং ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে সেখানে মুরগির ফার্ম করেছেন। ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য পুকুর থেকে মাছ ধরতে গেলে বৈদ্যুতায়িত হন। এ সময় স্ত্রী ডলি বৈদ্য ও ছেলে তন্ময় বৈদ্য তাকে বাঁচাতে গিয়ে তারাও বিদ্যুতায়িত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক আশিষ বৈদ্য ও তার ছেলে তন্ময় বৈদ্যকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, মুরগির ফার্মে দেয়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো পুকুরটিই বিদ্যুতায়িত হয়েছে।
নওগাঁ : নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পৃষ্টে ধান কাটার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বিশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন বিশিয়া গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম ও মৃত খালেকের ছেলে আনোয়ার হোসেন।
নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলের বনাটি গাংগাইল পাড়া গ্রামে সোমবার বিদ্যুৎস্পৃষ্টে রমিজা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রমিজা ওই গ্রামের মৃতু মতিউর রহমানের স্ত্রী।
