দশমিনায় বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও মবিল যমুনা বাংলাদেশ, ঢাকার ব্যবস্থাপনা পরিচালকের আর্থিক অনুদানে পটুয়াখালী জেলা ত্রাণ সমন্বয়কারী বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সচিব সামছুর রহমানের সমন্বয়ে উদ্যোগে করোনাভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২শ’ পরিবারের তালিকাভুক্ত করা হয়েছে। ওই তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের বিতরণ ব্যবস্থাপনায় সোমবার উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫শ’ ব্যাগ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভূমি সংস্কার সচিব তরফদার আকতার জামিল, উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভুট্টো প্রমুখ।
