Logo
Logo
×

বাংলার মুখ

রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. দীপংকর

বৌদ্ধবিহারে আগুন দিয়েছে জেএসএস

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিলাইছড়িতে ‘ধুপশীল ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ নামক একটি বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় জেএসএসকে দায়ী করেছেন প্রতিষ্ঠাতা ও বিহারধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের ওরফে ধুতাঙ্গ ভান্তে। দুর্বৃত্তদের আগুনে ধুপশীল গ্রামের এ প্রতিষ্ঠানটি ১৫ মে রাতে পুড়ে যায়। সোমবার সংবাদ সম্মেলনে ড. এফ দীপংকর ভান্তে বলেন, বৌদ্ধধর্মীয় নীতি-আদর্শ প্রতিপালনে আমি সব সময় চাঁদাবাজিসহ যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকতে বলি। এমন কথা বলায় আমার ওপর ক্ষুব্দ হয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে বৌদ্ধবিহারটির সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে, আঞ্চলিক দল জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার নেতৃত্বাধীন সংগঠিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

তবে জেএসএস কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন, বিলাইছড়ির বৌদ্ধধর্মীয় বিদর্শন ভাবনা কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম